সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিশপুরের লালন শাহ বারবার উপেক্ষিত
হরিশপুরের লালন শাহ বারবার উপেক্ষিত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের ক্ষনজন্মা মহান সাধক ফকির লালন শাহ্ এর ১২৬ তম ওফাত দিবস উপলক্ষ্যে ৩০ অক্টোবর রবিবার রাতে আলোচনা সভা ও সাধুসঙ্গের আয়োজন করা হয়৷ ফকির লালন শাহ্ এর বংশধর তথা পরিবার এ অনুষ্ঠানের আয়োজনে করেন৷ লালনের জন্ম ভিটা হরিশপুরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে লালনের জীবন-দর্শন নিয়ে আলোচনা করা হয়৷
এসময় ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, কবি ও আলোচক সুমন শিকদার ও হরিণাকুন্ডু সালেহা খাতুন কলেজের বাংলার শিক্ষক মাহবুব মোরশেদ শাহীন প্রমুখ আলোচনা সভয় বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে ঝিনাইদহের বাংলাভিশন টিভির সাংবাদিক আসিফ ইকবাল, একাত্তর টিভির রাজিব, মাছরাঙা টিভির শাহরিয়ার রহমান, ডেইলি অবজারভার পত্রিকার জাফর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বিপুল সংখ্যক লালন ভক্ত, সাধূ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও লালন পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন৷ আলোচনা সভায় বক্তাাগন বলেন, হরিশপুরের লালন বারবার উপেক্ষিত হচ্ছে৷ এক শ্রেনীর মতলববাজ বুদ্ধিজীবী হরিশপুরের লালনকে অস্বীকার করে মুলত তার অসত্মিত্বকেই হুমকীর মুখে ফেলেছন৷
কারণ লালন হরিরশপুরের সনত্মান এটা যেমন দিবালোকের মতো সত্য, তেমনি এই গ্রামে এখনো তার বংশধরেরা বসবাস করছেন এটাও প্রমানিত৷ কিছু বুদ্ধিজীবী তার তাতি্বক গানে হাকিকী ও মেজাজী কথামালা তুলে ধরে লালনের কোন জাত পরিচয় নেই, এমন ডাহা মিথ্যা কথা প্রচারের তীব্র নিন্দা জানানো হয়৷ বক্তাগন বলেন, লালন ঝিনাইদহের হরিশপুরের সন্তান এবং তার পীর সিরাজ সাঁই৷