সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলী’র সোনারায় ইউপির উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত মফিদুল এর বিজয়
গাবতলী’র সোনারায় ইউপির উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত মফিদুল এর বিজয়
বগুড়া প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) সোমবার ৩১ অক্টোবর বগুড়া গাবতলী উপজেলা’র সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ১১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে৷ বেশীর ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল৷ প্রশাসনিক ভাবে কঠোর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ ৫হাজার ৯শত ৪২ভোট পেয়ে বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মো. মফিদুল ইসলাম (ধানের শীষ) প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রাঙ্গা (নৌকা প্রতীক) পেয়েছেন ৫হাজার ২শত ১৮ভোট৷ স্বতন্ত্র প্রার্থী মশিউল আলম রিপন (মটরসাইকেল) প্রতীক পেয়েছেন ৩হাজার ৮শত ৩৮ভোট৷ মোট ভোটার ২৬হাজার ৫শ ৫২জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১৩হাজার ৩শ ১৬জন৷ মহিলা ভোটার ১৩হাজার ২শ ৩৬জন৷ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়৷ নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবিব জানান, সোনারায় ইউপির উপ-নির্বাচন সুষ্ঠু ও শানত্মিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে৷ গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, সকলের সহযোগিতা সোনারায় ইউপির উপ-নির্বাচন নিরপেৰ ও সুষ্ঠু হয়েছে৷
উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো.তারাজুল ইসলাম গত ৮জুলাই ২০১৬ইং দিবাগত রাঁতে তিনি দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে মারাত্মক ভাবে আহত হলে গত ২৩জুলাই তিনি মারা যায়৷ এরপর গত ৮আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনারায় ইউপির চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেন৷