মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে ১০ টাকা দরের ২২ বস্তা চালসহ আটক ১
বেতাগীতে ১০ টাকা দরের ২২ বস্তা চালসহ আটক ১
বরগুনাপ্রতিনিধি :: বরগুনার বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ২২ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০ অক্টোবর রবিবার চালসহ এক জনকে আটক করেছে পুলিশ ।
এ অভিযোগে নিযুক্ত ডিলার ও ক্ষমতাসীন ইউনিয়ন আওয়ামী লীগের অংঙ্গ
সংগঠনের নেতাদের বিরুদ্ধে থানায় মামলা ও টম-টম চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ট্রলার ও টম-টম যোগে হতদরিদ্রদের চাল পার্শ্ববর্তী উপজেলার সুবীদখালী বাজারে পাচারকালে মুঠোফোনে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাসন্ডা গ্রামের ফরাজী বাড়ি নামক এলাকা থেকে হাতে নাতে টম-টম সহ চাল উদ্ধার ও টম-টম চালক কে আটক করে। বেতাগী থানার এসআই মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে রবিবার ৩০ অক্টোবর বিকাল ৩ টার দিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম.এম মাহমুদুর রহমান ও বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আটককৃত টেম্পু চালক নূর জামাল (২২) উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের বাসিন্দা মো. শামসুল হকের ছেলে। সোমবার ৩১ অক্টোবর সকালে তাকে
বরগুনা জেল হাজতে প্রেরণ করে।
হোসনাবাদ ইউনিয়নের কাবিল আকন বাধঁঘাট বাজারের ডিলার মো. হানিফুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, চালগুলোর মান খারাপ থাকায় ৩০ জনের মত সুবিধাভোগি আমার নিকট থেকে চাল নিয়ে স্থানীয় কতিপয় লোকের নিকট চাল বিক্রি করে। তারাই চাল গুলো বিক্রির জন্য জলিসা বাজার থেকে সুবীদখালী বাজারে নিয়ে যাচ্ছিল। এর সাথে তার কোন সম্পৃক্ততা নেই।
থানা পুলিশ জানায়, এব্যাপারে ডিলার হানিফুর রহমান ও টম-টম চালক নূর জামাল কে আসামী করে রবিবার রাতে থানায় একটি মামলা হয়েছে (মামলা নং-২৮,
তারিখ:৩০-১০-২০১৬)।
খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম,এম মাহমুদুর রহমান বলেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নীতিমালার নড়চর ঘটালে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।