মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় যুব দিবসে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা
জাতীয় যুব দিবসে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (১৭ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.০৬মি.)”আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটিতে জাতীয় যুব দিবস-২০১৬ উপলক্ষে র্যালী, আলোচনাসভা, যুব ঋনের চেক, প্রশিক্ষনীদের সনদ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
এ উপলক্ষে ১নভেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করে৷
র্যালীটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়৷
যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য চাঁন মুনি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিম সুপার শহিদ উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যা৷ অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা নূরুল আবছার৷
পরে রাঙামাটি সদরের মত্স্য, ডেইরী ,সেলাই, গার্মেন্ট ও পোল্ট্রি প্রকল্পের জন্য ৭জন প্রশিক্ষণপ্রাপ্ত খামারীকে ৩লক্ষ ৭৬হাজার টাকার চেক ও ৪টি উন্নয়ন প্রতিষ্ঠান প্রধানদের ৮৫হাজার টাকার চেক এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা৷