মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু
নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মি.) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুর এলাকার শংকরসেনা গ্রামে নির্জন স্থানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিক ঘটনাস্থেই নিহত হয়েছে৷
আহত হয়েছে আরো ১ জন৷ আহতকে চিকিত্সা দেওয়া হচ্ছে৷ ১ নভেম্বর মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে৷ নিহতরা হলেন,একই ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শামসুল হক (৩৫) ও পাশ্ববর্তী গ্রাম কায়স্থগ্রামের শাওন উল্লার পুত্র মাসুক মিয়া (৪০)৷ এবং আহত যুবক একই গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)৷ খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও ধমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে৷ পোষ্টমর্টেম জন্য হবিগঞ্জে লাশ মর্গে প্রেরন করে৷
স্থানীয়রা জানান, রাস্তায় মাটি ভরাট করে দেয়ার জন্য শংকরসেনা গ্রামের জয়নুর মিয়ার টিলা থেকে মাটি ক্রয় করে একই এলাকার লামরুহ গ্রামের শামিম আহমদ নামে একজন ঠিকাদার৷
ওই ঠিকাদার গত সোমবার রাত থেকে মাটি কাটা শুরু করেন ২০/২২ জন শ্রমিক দিয়ে৷ মঙ্গলবার সকালে হঠাত্ মাটি ধসে পরে চাপা পরে ৩জন৷
এসময় অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়৷ সকাল ৭টার দিকে নিহত ব্যক্তিদের লাশ দেখতে পান স্থানীরা৷ জাহেদ আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হলেও অপর ২জন শামসুল ও মাসুক ঘটনাস্থলেই মারা যায়৷
নিহতের স্বজনদের অভিযোগ মাটি ধসে পরার পর, অন্যান্য শ্রমিকরা পালিয়ে যাওয়ায় এ মর্মান্তিক মৃতু হয়েছে৷ তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্বজনদের চলছে আহাজারি৷
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করা হয়েছে৷ তদন্ত করে অবৈধ ভাবে যাহারা টিলা কাটার সাথে জড়িত তাদের বিরুদ্বে সংশ্লিষ্ট আইনে মামলা হবে৷