বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রেডক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের উদ্বোধন
রাঙামাটিতে রেডক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের উদ্বোধন
সুগত চাকমা :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.২৪মি.) পার্বত্য চট্টগ্রামের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইকোনোমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে৷
আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় পার্বত্য এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে ৷
বুধবার ২নভেম্বর সকালে রাঙামাটিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার প্রকল্পের উদ্বোধন করেন ৷
শহরের রাঙামাটি ক্ষদ্র নৃ-গোষ্ঠি ইনিষ্টিটিউটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে চেক বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আয়োজিত অনুষ্ঠানে ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, রেডক্রসের প্রতিনিধি বরিস কালেসিবিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি.এম.এম মোজহারুল হক এনডিসি, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো বক্তব্য রাখেন ৷
স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারন সম্পাদক এম বখতেয়ার উদ্দীন ৷
অনুুষ্ঠানে রাঙামাটি ও কাউখালী উপজেলার ১৯৭জন হতদরিদ্রকে আয়বর্ধন কর্মসংস্থানের সুযোগ দিতে ৩০ হাজার টাকা করে মোট ৫৯ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয় ৷