বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ৫ দিন ব্যাপী আয়কর মেলা শুরু
ঝিনাইদহে ৫ দিন ব্যাপী আয়কর মেলা শুরু
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে৷ ২ নভেম্বর বুধবার সকালে শহরের মাওলানা ভাষানী সড়কে এ মেলার উদ্বোধন করা হয়৷
খুলনা কর আপীল অঞ্চল এর যুগ্ম কর কমিশনার মু: মহিতুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি খােন্দকার মাহবুবুল আলম, কাস্টমস এক্সইজ ভ্যাট কর্মকর্তা রােকসানা খাতুন, আয়কর আইনজীবি সমিতির সহ-সভাপতি অশােক কুমার দাস৷
বুধবার থেকে শুরু হওয়া এ মেলা আগামী ৫ নভেম্বর শেষ হবে৷ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়কর দাতাগণ আয়কর প্রদাণ করতে পারবেন৷
এ মেলার মাধ্যমে সাধারণের মাঝে আয়কর বার্তা পৌছানো, করনেট সম্প্রসারণ ও কর প্রদন কার্যক্রম সহজ হবে বলে মনে করেন আয়োজকরা৷