বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কাল থেকে আবার ইলিশ ধরা ও বেচাকেনা শুরু
কাল থেকে আবার ইলিশ ধরা ও বেচাকেনা শুরু
ডেস্ক রিপোর্ট :: ২২ দিন পর ৩ নভেম্বর বৃহসপতিবার থেকে আবার শুরু হচ্ছে ইলিশ শিকার । উঠে যাচ্ছে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা।
গত ১২ অক্টোবর থেকে আজ রাত ১২টা পর্যন্ত দেশে ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সব বন্ধ রয়েছে।
কাল থেকেই আবার উন্মুক্ত ইলিশ ধরা ও বেচাকেনা।
এ কার্যক্রম বাস্তবায়নে সারা দেশে মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, নৌ পুলিশ, র্যাব, বিজিবিসহ সংশ্লিষ্ট জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে চালানো হয় অভিযান।
ইলিশের প্রধান প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দী পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট ও চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট পর্যন্ত মোট সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ আরো ২৭ জেলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার বন্ধ রাখা হয়।
বৃহসপতিবার থেকে আবার ইলিশ ধরা ও বেচাকেনা শুরু হওয়ার আনন্দে নতুন উদ্যমে জেগে উঠেছে জেলে ও বিক্রেতারা। বিশেষ করে দেশের ইলিশ প্রধান অঞ্চলে জেলেদের মধ্যে এখন রীতিমতো উৎসবের আমেজ।