বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কালী মন্দিরে বাদ্যযন্ত্র সহায়তা দিল রাঙামাটি জেলা পরিষদ
কালী মন্দিরে বাদ্যযন্ত্র সহায়তা দিল রাঙামাটি জেলা পরিষদ
ষ্টাফ রিপোর্টার :: (১৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মি.) বালুখালী ইউনিয়নের কেইল্ল্যামুড়া কালী মন্দিরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পক্ষ হতে বাদ্যযন্ত্র, হারমনিয়াম ও গজিনা (শ্রীখোল) প্রদান করা হয়েছে৷
বৃহস্পতিবার ৩ নভেম্বর সকালে জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা কেইল্ল্যামুড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক রূপায়ন ত্রিপুরার হাতে বাদ্যযন্ত্রগুলো তুলে দেন৷
বাদ্যযন্ত্র প্রদানকালে পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ যাতে তার নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে সে লক্ষে সবসময় সহযোগিতা দিয়ে চলেছে৷ তারই অংশ হিসেবে কেইল্ল্যামুড়া কালী মন্দিরে সনাতনী সম্প্রদায়ের মানুষের জন্য পরিষদ থেকে এ সহযোগিতা করা হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এতে করে রাঙামাটির প্রত্যন্ত পাহাড়ী এলাকার মানুষ যাতে তাদের স্ব স্ব ধর্ম পালনে আরো উত্সাহী হয়ে উঠবে৷