বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোত্সব উদযাপন
ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোত্সব উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৯ কার্কিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে ২১তম শুভ দানোত্তম কঠিন চিবর দানোত্সব-২০১৬ ২দিন ব্যাপি এক ধর্মীয় অনুষ্ঠান ২ নভেম্বর বুধবার এবং বৃহস্পতিবার বিহার প্রাঙনে অনুষ্ঠিত হয় ৷
কঠিন চিবর দানোত্সব উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ২১তম শুভ কঠিন চিবর দানোত্সব উত্যাপন কমিটির আহবায়ক শান্তিমনি চাকমার সঞ্চলানায় ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমত্ শ্রদ্ধালংকার মহস্থবির৷
ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমত্ ড. জিনবোধি মহাস্থবির৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমত্ সুমনা জ্যোতি মহস্থবির৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঊষাতন তালুকদার এমপি৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংচা প্রু মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুবাস চাকমা ও চীবর দান উদযাপন কমিটির সদস্য সচিব মন্টুর রঞ্জন চাকমা৷
আলোচনা সভা শেষে ধর্মীয় গুরু ধর্মীয় দেশনা প্রদান করেন ৷
উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এবারও ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে ২দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
১ম দিন পুন্যার্থীদের দ্বারা ধর্মীয় গুরুদের দানের জন্য বেইন বোনা এবং ২য় দিন ধর্মীয় গুরু কর্তৃক পুন্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান এবং প্রদীপ পুজা,ফানুস উত্তোলনের মাধ্যমে কঠিন চীবর দানোত্সবের সমাপ্তি ঘোষনা করা হয়৷