শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জাতি’র পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি পোড়ানোর অভিযোগ
মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জাতি’র পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি পোড়ানোর অভিযোগ
চাটমোহর প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০৪মি.) ৩ নভেম্বর বৃহস্পতিবার পাবনার চাটমোহরের মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মো. আব্দুল হামিদ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি ও কলেজের গুরত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে৷
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেছে৷
কলেজটির গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল কাদের বাদী হয়ে ৪ নভেম্বর শুক্রবার চাটমোহর থানায় একটি জিডি করেছেন৷ জিডি নং ১৫৫ তারিখ ৩/১১/২০১৬৷
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কলেজের দ্বিতল অফিস ভবনের পূর্বপাশে প্রায় ২৫ বর্গফুট এলাকা জুড়ে পুড়িয়ে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ও কলেজের গুরত্বপূর্ণ কাগজপত্রের ধ্বংসাবশেষ ছাই ভষ্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং বিক্ষোভ মিছিল করেন৷
কলেজের গভর্নিং বডির সদস্য জহুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রুহুল আমীন ও বর্তমান ইউপি সদস্য হাসেন আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কলেজের কাগজ পত্র পূড়িয়ে ফেলার কথা শুনে কলেজে গিয়ে পুড়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর ছবিসহ কাগজপত্রের ধ্বংসাবশেষ দেখতে পাই৷
এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন৷
কলেজের পার্শবর্তী বাড়ির অজিত চক্রবর্ত্তী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কলেজের উপর দিয়ে বাড়ি ফেরার সময় দেখি কলেজের অনেক কাগজ পত্র পোড়ানো হচ্ছে৷ মংলা শেখ এর ছেলে জাহাঙ্গীর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কলেজ মাঠের উপর দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কলেজের কাগজ পত্র পোড়ানো হচ্ছে৷
এ ছাড়া আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মালেকসহ অনেকে ছবিসহ কলেজের অনেক কাগজ পত্র পোড়াতে দেখেছেন৷
কলেজটির গভর্নিং বডির সভাপতি হাজী মো. আব্দুল কাদের দায়েরকৃত সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, শুক্রবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুরত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলেন৷
সম্প্রতি কলেজে অভ্যন্তরীণ অডিট হয়৷ অডিট রিপোর্টে দেখা যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের প্রায় ২০ লাখ টাকা আত্মসাত্ করিয়াছেন৷ উক্ত টাকা আত্মসাতের বিষয়ে কলেজের গভর্নিং বডি জবাব চাইলে সে জবাব না দিয়ে কলেজের গুরত্বপূর্ণ কাগজ গোপনে পুড়িয়ে ফেলেছে৷ যাহাতে ভবিষ্যতে মির্জাপুর কলেজের অপূরণীয় ক্ষতি হইবে৷