শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » অনলাইন নীতিমালা খসড়া তৈরি হয়েছে - তথ্য সচিব
অনলাইন নীতিমালা খসড়া তৈরি হয়েছে - তথ্য সচিব
সিলেট প্রতিনিধি :: তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, অনলাইন নীতিমালা খসড়া তৈরি হয়েছে, যা আপনাদের মাধ্যমেই তৈরি করা হয়েছে। এটা চূড়ান্ত করার জন্য আমরা সর্বশেষ পর্যায়ে আছি। ইতোমধ্যে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং তথ্য অধিকার আইন-২০০৯ ও নৈতিকতা বিষয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব এ কথা বলেন।
তিনি বলেন, সরকার ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে চায়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার মানসিকতা নিয়ে তারা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তথ্য সচিব।
সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ।
আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯. ৪৩ মিঃ