শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্রাহ্মনবাড়িয়ার সামপ্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন
ব্রাহ্মনবাড়িয়ার সামপ্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) ঝিনাইদহে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে সামপ্রদায়িক সহিংসতার প্রতিবাদে ও দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ৷ ৪ নভেম্বর শুক্রবার সকাল ১২টার দিকে শহরের পেষ্টি অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়৷
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে৷
ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সোমার্দ্দার, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কনক কান্তি দাস, প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন পষিদের সভাপতি প্রফুলস্নহ কুমার সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি প্রসেনি্জত্ ঘোষ শিপন ও সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাসসহ জেলা বিভিন্ন পেশার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷
এ সময় বক্তারা বলেন, ব্রাক্ষনবাড়িয়াসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপিড়ন, মন্দীরে হামলার ঘটনার প্রতিবাদ জানান৷
অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান৷