শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) ‘ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগর, হবিগঞ্জের মানবপুর-মনতলা, সুনামগঞ্জের ছাতক, মৌলভীবাজারের কামালপুর’সহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মুর্তি ভাংচুর এবং বাড়ী-ঘরে হামলা, লুটপাঠ ও অগ্নিসংযোগের প্রতিবাদে ৪ নভেম্বর বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
কেন্দ্রীয় নির্দেশনায় শুক্রবার সকালে বাসিয়া সেতুর উপর ‘উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ’র যৌথ উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়নত্ম আচার্য্যের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সদস্য নিশি কানত্ম পাল, সাবেক সদস্য বিমল চন্দ্র দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর বাবু, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু ও পূজা উদযাপন পরিষদের নেতা রমা কান্ত দে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দেব, ঐক্য পরিষদ ও উদযাপন পরিষদের নেতা রনধীর দে পানু ও কাজল মালাকার প্রমূখ।