সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন কর্তৃক তার বাড়িতে চুরির অভিযোগে মুক্তিযোদ্ধা পরিবার ও তার সন্তানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা৷
৬ নভেম্বর বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. মনসুর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন৷
যুবলীগ নেতা শওকত আকবর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সন্তান ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বাবু, মো. সাদ্দাম হোসেন, পৌর কাউন্সিলর মো. আবদুল খালেক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন মিয়া ও মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনসুর আলী বক্তব্য রাখেন৷
মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেনের বাড়ি চুরির ঘটনায় অন্যায়ভাবে মুক্তিযোদ্ধা সন্তান মো. শফিকুল ইসলাম মিলনকে জড়ানোর নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শক্তিকে বিভক্ত করতেই কাউুন্সিলর এমরান হোসেন মুক্তিযোদ্ধা সন্তানকে পরিকল্পিতভাবে চুরির ঘটনায় জড়িয়েছে৷ এর আগেও এক মুক্তিযোদ্ধা সন্তানকে মাদকসহ আটক করে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ করে তারা মুক্তিযোদ্ধা পরিবারের সাথে তার বৈরিতার কারণ জানতে চান৷
এ সময় বক্তারা অবিলম্ভে তাকে দল থেকে বহিস্কার করে বিচারের আওতায় আনার দাবী জানান৷
প্রসঙ্গত, শুক্রবার রাতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেনের বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা, ২ ভরি ২ আনা স্বর্ণ ও তার ব্যাবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি হওয়ার ঘটনায় তিনি মুক্তিযোদ্ধা সন্তান মো. শফিকুল ইসলাম মিলনসহ দুই জনের নামোল্লেখ করে মাটিরাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন৷