সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম ও থানচিতে সমবায় দিবস পালিত
আলীকদম ও থানচিতে সমবায় দিবস পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় পালিত হয়েছে ৪৫তম জাতীয় সমবায় দিবস৷
এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলিকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কাল্ব ম্যানেজার পায়রা বড়ুয়া ও সমবায়ী নেপাল কান্তি দে৷
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খামার বাড়ি প্রকল্পের সমন্বয়ক আব্দুল মান্নান৷
এছাড়া জেলার থানচি উপজেলায়ও একই প্রতিপাদ্য নিয়ে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে৷
এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার সকাল নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বর থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জনসভা কেন্দ্রে এসে র্যালী শেষ হয়েছে৷ পরে উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা, এনডিও প্রতিনিধি ও সমবায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা, শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীরা৷