সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জুয়ার আসর উচ্ছেদ, এক জনের কারাদন্ড
জুয়ার আসর উচ্ছেদ, এক জনের কারাদন্ড
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩২মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় ৬ নভেম্বর রবিবার বিকেলে অভিযান চালিয়ে জুয়ার আসর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত৷
এসময় আটক একজনকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মো. মামুন শিবলী৷
এনডিসি মো. মামুন শিবলী জানান, জেলা প্রশাসনের অনুমতি ও অনুমোদ ছাড়া সিএন্ডবি এলাকায় দি সোনালী সার্কাসের নামে অশস্নীল নৃত্য, জুয়া চলছে এমন খবর পেয়ে গত বৃহস্পতিবার গিয়ে অভিযান চালানো হয় এবং ওই আসর উচ্ছেদ করা হয়৷ পরে আবারো শুরম্ন করলে রবিবার বিকেলে গিয়ে ওই জুয়ার আসর উচ্ছেদ করে জুয়ার বোর্ড, চেয়ার টেবিলসহ বিভিন্ন মালামাল জব্ধ করা হয়৷
এসময় দি সোনালী সার্কাসের ম্যানেজার আহসান হাবীব স্বপনকে (৪০) আটক করা হয়েছে৷ পরে তাত্ক্ষনিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়৷