সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মানুষের জান মালের নিরাপত্তা দিতে সব সময় পুলিশ পাশে আছে থাকবে : অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা
মানুষের জান মালের নিরাপত্তা দিতে সব সময় পুলিশ পাশে আছে থাকবে : অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) বিশ্বনাথে ৭ নভেম্বর সোমবার সাম্প্রদায়িকতা সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় সভা থানার ‘প্রান্তিক চত্তরে’ অনুষ্টিত হয়েছে৷
থানা প্রশাসন আয়োজিত মতনিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা৷ সভায় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, প্রতিটি ইউনিয়নে থানার অফিসার ইনচার্জ ও ওর্য়াডে এসআইরা সভা করবেন৷
তিনি বলেন, আমাদের কাজের সীমাবদ্ধতা নেই৷ আমরা সব সময় মানুষের জান মালের নিরাপত্তা দিতে পাশে আছি পাশে থাকব৷ সুজ্ঞান চাকমা বলেন, ডাকাতি বন্ধে সবকটি এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে৷ পুলিশকে খারাপ লোকের তথ্য দিয়ে সহযোগিতা করলে অবশ্য অপরাধ কমে আসবে৷
সভায় জনপ্রতিনিধিদের বক্তব্যে বলা হয়েছে, ডাকাতি হলে থানায় অভিযোগ দেয়া হয় কিন্তু পুলিশ আমলে নেয়না৷ এটা দুঃখ জনক ঘটনা৷ ২০১৫ সালে অলংকারী ইউনিয়নে রেকর্ড সংখ্যক ডাকাতি হয়েছে৷ এখনও অলংকারী ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে অবাদে জুয়া খেলা হয়৷ ওই বিষয়ে পুলিশকে বেশ কয়েকবার বলা হলেও জুয়া খেলা বন্ধ হয়নি৷ ফলে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে৷ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ-জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্বনাথে চুরি ডাকাতি অপরাধ বন্ধ হয়ে যাবে৷
বক্তারা অপরাধ বন্ধে ৮টি ইউনিয়নে সভাসহ বিভিন্ন পরামর্শ মূলক কথা তুলে ধরেন৷
থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ও এসআই হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দৰিণ সার্কেল) আমিনুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রম্নহেল, খাজাঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, হিন্দু-বৈদ্য, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, রুনু কান্ত দে,ইউপি সদস্য আবুল খয়ের, আব্দুল মোমিন মামুন, শামসুদ্দিন, ফয়ছল আহমদ, আমির আলী ও সায়েকুর রহমান৷