সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
পাবনা প্রতিনিধি ::(২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) পাবনায় সরকারি শহীদ বুলবুল কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক ইয়াসমিন আরাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ৭ নভেম্বর সোমবার দুপুর ১টায় সরকারি শহীদ বুলবুল কলেজের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধন চলাকালে প্রভাষক ইয়াসমিন আরার ওপর হামলা, শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত বাবলু হাজীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সচিব কামরুজ্জামান শাহীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও সরকারি শহীদ বুলবুল কলেজে শাখা ছাত্রলীগের সভাপতি শামসুজ্জামান জুন্নুন প্রমূখ৷
ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, সরকারি শহীদ বুলবুল কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক ইয়াসমিন আরা, জালাল ক্লথ’র মালিক হাজি বাবলুর দিলালপুরের পিকে সাহা রোডের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন৷
গত শুক্রবার তিনি শ্বশুরবাড়ি থেকে ফিরে নিজের ভাড়া বাড়িতে আসেন৷ ভাড়াবাসায় দরজা খুলে তিনি দেখতে পান সিঁড়ি ধোয়ার পানি ঢুকে বাসা নোংরা এবং কিছু জিনিস ক্ষতিগ্রস্থ হয়েছে৷
বিষয়টি তিনি বাড়ির মালিক হাজি বাবলুর কাছে জানান৷ কিন্তু হাজি বাবলু পানি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ না করে ক্ষিপ্ত হয়ে ইয়াসমিন আরাকে গালিগালাজ করেন এবং একজন সঙ্গীকে নিয়ে এসে তার ভাড়া বাসায় ঢুকে অবুঝ শিশু সন্তানের সামনে তাঁকে মারধর করে এবং তাঁর বাসার মালামাল ভাঙচুর করে৷
এ ব্যাপারে থানায় মামলা করা হলে, হাজি বাবলুর ভাস্তে সন্ত্রীসী রূপক শিৰক ইয়াসমিন আরার বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে৷
সরকারি শহীদ বুলবুল কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক ইয়াসমিন আরা সাংবাদিকদের বলেন, বর্তমানে আমি ও আমার শিশু সন্তান ভীত সতস্ত্র হয়ে জীবন যাপন করছি ৷ মামলা করা হলেও জালাল ক্লথ’র মালিক হাজি বাবলু ও তার ভাসত্মে সন্ত্রীসী রূপক প্রভাবশালী হওয়ায় পুলিুশ তাদের গ্রেপ্তার করছে না৷ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে৷
সরকারি শহীদ বুলবুল কলেজে শাখা ছাত্রলীগের সভাপতি শামসুজ্জামান জুন্নুন অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, জালাল ক্লথ’র মালিক হাজি বাবলু জামাত এর সমর্থক৷ তার বিরুদ্ধে ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তা এনে জাতীর জনক বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির অভিযোগ রয়েছে৷