মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » ঝিনাইদহে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
ঝিনাইদহে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৫মি.) ঝিনাইদহে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে ‘মান নিশ্চিতে রেডিওগ্রাফাররাই প্রধান ভূমিকা পালন করে’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়৷ ঝিনাইদহ জেলা শাখা মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন এ কর্মসুচির আয়োজন করে৷
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়৷ র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয় হয়ে হাসপাতাল মিলনায়তনে এসে শেষ হয়৷
এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডাঃ ইমদাদুল হক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স্বপন কুমার কুন্ডু, মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন এর জেলা সভাপতি কার্তিক গোপাল বিশ্বাস, রেডিও গ্রাফার মোহাম্মদ হানিফ সহ মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন৷
আলোচনা সভায় বক্তারা বলেন, রেডিও গ্রাফি স্কানিংয়ের মাধ্যমে মানবদেহের রোগ নির্ণয় করে থাকে৷ আর এর মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিত্সকরা মানুসের চিকিত্সা সেবা প্রদান করেন৷ তাই রেডিও গ্রাফির কাজে যারা নিরয়োজিত তাদেরকে আরো বেশী দক্ষতরা সাথে কাজ করার জন্য আহবান জানান বক্তারা৷