মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে ৫০০ ও ১ হাজার রুপির নোট আর চলবে না
৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে ৫০০ ও ১ হাজার রুপির নোট আর চলবে না
অনলাইন ডেস্ক :: আজ মঙ্গলবার ৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে ৫০০ এবং ১ হাজার রুপির নোট আর চলবে না। অপ্রত্যাশিতভাবেই দেশটির প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি আজ রাতের বিশেষ এক ঘোষণায় এমন নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো।
৫০০ ও ২০০০ রুপির নতুন নোট বাজারে আসছে শিঘ্রই। নতুন এই নোট দুটির সরবরাহ প্রথমে সীমিত থাকলেও পরে তা বাড়ানো হবে উল্লেখ করে মোদি বলেন, “আপনাদের অর্থ আপনাদেরই থাকবে। এ ব্যপারে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।”
ভারতবাসীরা ১০ নভেম্বর থেকে শুরু করে ৫০ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে তাদের কাছে থাকা এই দুই মূল্যমানের রুপির নোট বদলানোর।
তবে আগামী ৭২ ঘন্টা সরকারি হাসপাতালগুলো ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট গ্রহণ করবে।
নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত প্রায় ১.২৫ লাখ কোটি রুপির অবৈধ অর্থের হদিস পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে আকস্মিকভাবেই নরেন্দ্র মোদি আজ রাতে এমন ঘোষণা দেন। সূত্র : চ্যানেলআই