বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আমরা নই, দুষ্কৃতকারীরাই সংখ্যালঘু : আলীকদম মানববন্ধনে
আমরা নই, দুষ্কৃতকারীরাই সংখ্যালঘু : আলীকদম মানববন্ধনে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবী করে বান্দরবানের আলীকদম উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ৯ নভেম্বর বুধবার সকাল দশটায় কেন্দ্রীয় হরিমন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার হিন্দু সম্প্রদায়, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
স্ব-স্ব ব্যানারে মানববন্ধনে অংশ নেয় শ্রীমত্ ভগবত গীতা সংঘ, সনাতনী যুব ঐক্য পরিষদ, গীতা শিক্ষা কেন্দ্র ও রাধা গোবিন্দা ভাগবত শিক্ষা কেন্দ্র ৷ এছাড়াও কয়েকটি সংগঠন এতে অংশ নেয় ৷
মানববন্ধনে সুকুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, সত্ সংঘ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বন বিহারী দে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া, সনতনী যুব ঐক্য পরষদের সি.সহ-সভাপতি তপন কান্তি দে ও ডা. সুজিত কান্তি দে৷
মানববন্ধন তত্ত্বাবধানে কেন্দ্রীয় হরিমন্দির পরিচালনা কমিটির সেক্রেটারি সন্তোষ কান্তি দাশ ও সঞ্চালনায় ছিলেন শিবুধন কর্মকার৷
বক্তারা ২৯ আগষ্ট ব্রাহ্মন বাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও প্রতিমা ভাংচুরের নিন্দা করেন৷
বক্তারা বলেন আমর সংখ্যালঘু নই, বরং দুষ্কৃতকারীরাই সংখ্যালঘু ৷ সুতরাং কয়েকজন সংখ্যালঘুর ভয়ে আমরা যারা মুখ বন্ধ করে আছি তাদের মুখ খোলার সময় এসেছে ৷ ১৬ কোটি মানুষ রম্নখে দাড়ালে গুটি কয়েক সন্ত্রাসীর অস্তিত্ব খুজে পাওয়া যাবেনা৷ পাশাপাশি দোষীদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করার দাবী জানান ৷