বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অপহরণের ৩০ দিন পর শান্ত’র লাশ উদ্ধার : ৪ আসামি গ্রেফতার
অপহরণের ৩০ দিন পর শান্ত’র লাশ উদ্ধার : ৪ আসামি গ্রেফতার
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) অপহরণের ৩০ দিন পর র্যাব-১২ সদস্যরা পুলিশের সহায়তায় ৯ নভেম্বর বুধবার সকালে জযনগর হাজিপাড়ার টাওয়ার লিচু বাগান থেকে অটো চালক শান্ত’র(১৮) লাশ উদ্ধার করেছে৷ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
র্যাব-১২ ও ঈশ্বরদী থানা সূত্র জানায়, গত ২০ অক্টোবর বিকাল ৪ টায় অটো চালক শান্ত অটো নিয়ে নারিচার বাড়ি থেকে বের হয়৷ এর পর সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাকুজি করেও তাকে পাওয়া যায়না ৷
গত ৫ সেপ্টেম্বর শান্ত’র পিতা লুলু মোল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন৷ মামলার তদন্ত চলাকালে নারিচা এলাকা থেকে ইঞ্জিনবাদে পরিত্যাক্তাবস্থায় অটোটিকে পাওয়া যায়৷
এদিকে শান্তকে না পেয়ে অটো চালক সমিতি মানববন্ধন সমাবেশ করে শান্তকে উদ্ধার ও আসামি গ্রেফতারের দাবি জানায়৷ এ অবস্থায় র্যাব-১২ সদস্যরা তদন্ত ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেফতার করে৷
গ্রেফতারকৃতরা হলো বরইচরার আজিবরের ছেলে শাজাহান, মিজান বিশ্বাসের ছেলে চমন, জয়নগর বাবু পাড়ার রবি সরদারের ছেলে শান্ত ও মিরকামারি দক্ষিণ পাড়ার সরওয়ারের ছেলে রাজূ ৷ গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে আসামিরা শান্ত অপহরণ, হত্যা ও হত্যার পর তার মরদেহ পুঁতে রাখার স্থানসহ বিস্তারিত তথ্য স্বীকার করে৷
আসামিদের স্বীকারোক্তি মোতাবেক ৯ নভেম্বর বুধবার দুপুরে শান্ত’র লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় ৷