বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সফল সমবায়ী সম্মাননা পেলেন মনোরঞ্জন বড়ুয়া
সফল সমবায়ী সম্মাননা পেলেন মনোরঞ্জন বড়ুয়া
উখিয়া প্রতিনিধি:: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) সমবায়ের দর্শনে টেকসই উন্নয়ন-এ ভুমিকায় রাখায় উখিয়া উপজেলার শীর্ষ সমবায় প্রতিষ্ঠান “জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:” এর প্রতিষ্ঠাতা সভাপতি মনোরঞ্জন বড়ুয়াকে ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ উপলক্ষে উখিয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে “সফল সমবায়ী সম্মাননা স্মারক” প্রদান করা হয়৷
৫ নভেম্বর (শনিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, সভাপতি, কোটবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি:৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা তালুকদার৷
সম্মাননা স্মারক গ্রহণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, মাঠকর্মী রিটন বড়ুয়া, মো. ইউনুছ, জাফর ইকবাল ও মো. আলমগীর প্রমুখ৷
২০১০ সালে প্রতিষ্ঠিত জাগরণ আজ হাজারো অধিক সদস্যের একটি সমবায় প্রতিষ্ঠান৷ সফল সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক প্রাপ্তিতে জেলা, উপজেলা সমবায় কর্মকর্তা, জাগরণ ব্যবস্থাপনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোরঞ্জন বড়ুয়া৷