বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
মাটিরাঙ্গায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৩মি.) পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কাতিয়া ত্রিপুরা (৭০) প্রকাশ কার্তিক ত্রিপুরা নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে পলাশ পুরের শেষপ্রান্ত লাম্বাছড়া নামক এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে৷ মৃত বৃদ্ধ লোকটি মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড চকপাড়া লম্বাছড়া গ্রামের বাসিন্দা৷এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা বাজারের যাওযার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়৷ সারাদিন কেটে যাওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খুজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিলনা৷ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাটিরাঙ্গা পলাশপুর গভীর অরন্য ২নং রাবার বাগান এলাকার অদুরে রক্তের দাগ দেখে মাটিরাঙ্গা থানায় খবর দেয়৷
মাটিরাঙ্গা থানার এস আই মজিবর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নতুন মাটিচাপা দেয়া অবস্থা থেকে গলাকাটা (ঘাড় থেকে আলাদা মস্তক) লাশটি উদ্ধার করে৷
এ সময় মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটো লাশ উদ্ধারকৃত এলাকা পরিদর্শন করেন৷ লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান,পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের বিষয়ে কারও বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি৷ এ ব্যাপারে তদন্তের সাথে সাথে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে৷