রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের মাসিক সভা
হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের মাসিক সভা
পাবনা প্রতিনিধি :: ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের পাবনা জেলা কমিটির মাসিক সভা গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় পাবনা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়৷
সংগঠনের পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক আবদুল জব্বার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের পাবনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোবারক বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক একে.এম মাহফুজুল হক, সহ-সভাপতি শিক্ষক এনামুল হক, রোটা: এম.এ জলিল, হাসান আলী, লতিফা আক্তার লতা, নূরনাহার মতিন রুমী, সাংবাদিক আফরোজ জাহান মেঘনা,জাকির হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম বাঁধন, প্রভাষক শেখ সাদী, মহিদুল ইসলাম মুহিত, প্রভাষক ওলি উল্লাহ, প্রভাষক শেখ ফরিদ, মনোয়ার হোসেন, শিক্ষক আশরাফুল ইসলাম নিপ্পন, অধ্যাপক বাবুল আক্তার, শহিদুর রহমান শহিদ, সিরাজুল ইসলাম, সোহেল রানা এবং রাবি্বউল জিলানী প্রমুখ৷
সভায় সংহঠনের জেলা কমিটির স্থায়ী কাযর্ালয়ের ব্যবস্থা, সাধুপাড়া ৪র্থ শ্রেণীর ছাত্র মিজান হত্যাকান্ডে এবং পাবনা লস্করপুরে ১ বৈশাখে ১৩ বছরের কিশোর মিখাইল হত্যাকান্ডে জড়িত সকল আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়৷ এ ছাড়াও পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের বেচপাড়া গ্রামে স্বামীকে নিযর্াতিত কতর্ৃক গৃহবধু গার্মেস কমর্ী রুনা আক্তারকে আইনী সহায়তা প্রদানের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ সভায় সংগঠনের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম নিপ্পনের বিরুদ্ধে সম্পূর্ণ বে-আইনী ভাবে শোকজ নোটিশ প্রদান করার সিন্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপঙ্রে নিকট জোর দাবি জানানো হয়৷ সভায় সমপ্রতিক কালে মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পাবনা জেলা পুলিশ প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়৷ আপলোড : ২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.০১ মিঃ