শুক্রবার ● ১১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউরোপ শাখার পক্ষ থেকে ৫ লক্ষ ৭ হাজার টাকার অনুদান প্রদান
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউরোপ শাখার পক্ষ থেকে ৫ লক্ষ ৭ হাজার টাকার অনুদান প্রদান
সিলেট প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.২২মি.) সিলেট জেলার মোলভীবাজার ও কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র জমিয়ত বাংলাদেশের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান নিজামসহ ৮ পরিবারকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউরোপ শাখার এর পক্ষ থেকে ৫ লক্ষ ৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান ১০ নভেম্বর নিহতদের গ্রাম সংলগ্ন বন্দরবাজারে অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক রূপসপুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ তৈয়বুর রহমান ও কমলগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আহমদ শিহাব এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের ব্যবস্থাপক মাওলানা আব্দুল হাফিজ শমসের নগরী।
প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বাছির, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতী নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা যুগ্ম আহবায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, সিলেট জেলা সহ সভাপতি আলহাজ শামসুদ্দিন বানিগ্রামী, ইউরোপ জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর ও সহ সভাপতি মাওলানা সাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতী আম্মার আহমদ বারকোটী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল হক, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুলেমান আহমদ তালুকদার, যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মাহমুদুল হাসান, স্থানীয় ইউপি মেম্বার হাজী আলাউদ্দিন, সাবেক মেম্বার ফারুক আহমদ, মাষ্টার নাজমুল ইসলাম, মৌলভীজার সদর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈন উদ্দিন, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মানসুর বিন সালেহ ও সাংবাদিক আরিফ আহমদ সাগর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ শাখার উদ্যোগ অসহায় পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান সত্যিই প্রশংসার দাবীদার। অসহায় পরিবারকে সাহায্য-সহযোগিতা করার জন্য তিনি সমাজের বিত্তবানদের আহবান জানান।
তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোশাররফ হোসেন ও অর্থ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন সহ ইউরোপ জমিয়ত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।