শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে অলৌকিক ঘটনা
সিলেটে অলৌকিক ঘটনা
সিলেট প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৫২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৩৭মি.) সিলেটের বিয়ানী বাজার শহরের নয়াগ্রামের কুনু মিয়ার বাড়ির পুকুরপারের একটি নারিকেল গাছ ৬ নভেম্বর রবিবার রাতে পুকুর পাড়ের মাটিসহ পুকুরের মাঝখানে চলে যায়। কুনু মিয়ার ছেলে রাফি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সন্ধ্যার আগেও গাছটি যথাস্থানে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি, গাছটি পুকুরের মধ্যখানে। রাতের বেলা পুকুরের মধ্যখানে একটি নারকেল গাছ সরে যাওয়া নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে গাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। একই সাথে পুকুরের পানি নেয়ার হিড়িক পড়েছে। অনেকের দাবি, এটা অলৌকিক ঘটনা। না হলে গাছটি খাড়া থাকে কীভাবে।
তবে বিশেষজ্ঞদের মতে এটি স্বাভাবিক ঘটনা। প্রত্যক্ষ্যদর্শী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সন্ধ্যার আগেও গাছটি যথাস্থানে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি, গাছটি পুকুরের মধ্যখানে। সকাল থেকেই উৎসুক মানুষ গাছটি দেখতে ভিড় করছেন। অনেকেই বোতল দিয়ে পুকুরের পানিও নিচ্ছেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ক প্রভাষক জাহাঙ্গীর আলম তরফদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এটা কোনো অলৌকিক বিষয় না। পুকুর বা নদীর পারে তাল বা নারকেল গাছ থাকে। কিন্তু বালু বা পলি মাটি হলে নিচের দিকের মাটি সরে যায়। এর ফলে গাছ এক সময় ভারসাম্য হারিয়ে দেবে যায়। এক্ষেত্রে তাই হয়েছে। পুকুর গহিন হওয়ার কারণে গাছ দ্রুত গতিতে নিচে নেমেছে বলেই গাছটি দাড়িয়ে আছে।