

শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » তথ্য অধিকার নিশ্চিত করতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
তথ্য অধিকার নিশ্চিত করতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, দেশে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তথ্য অধিকার আইন নিশ্চিত করতে হবে। জনগণের ক্ষমতায়নের জন্যে প্রয়োজন অবাধ তথ্য প্রবাহ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে অবাধ তথ্য প্রবাহ অপরিহার্য। তথ্য অধিকার নিশ্চিত করতে সরকার ২০০৯ সালের ৩০ মার্চ নবম সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন গঠন করেছেন। কিন্তু আজো দেশের সকল ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা না থাকায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সচেতনতার জন্যে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
তথ্যবাংলা ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ নভেম্বর শনিবার ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত ‘তথ্য অধিকার আইন ও বাস্তবায়ন’ র্শীষক সেমিনারের উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তথ্য অধিকারের বিষয়টি দেশের সকল স্তরে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়া’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরী এম.পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ, হাজী আবুল কাশেম ও সুমন হায়দার প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্প্রতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল হক সেলিম এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লায়ন মো. গনি মিয়া বাবুল।