রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সেতুর স্লাব ভেঙ্গে পড়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সেতুর স্লাব ভেঙ্গে পড়েছে
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর আবার ১ মাসের মাথায় সেতুর স্লাব ভেঙ্গে যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে ৷
২৫ অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে হঠাত্ সেতুটির ৪ ফুট জায়গার সস্নাব ভেঙ্গে নিচে পড়ে যায় ৷ এতে যানবাহন একলেন দিয়ে চলাচল করছে ঝুকিপূর্ণভাবে ৷
সরেজমিনে দেখা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের বাইমাইল এলাকায় রবিবার দুপুর ১২ টার দিকে বাইমাইল সেতু (ময়লার ব্রিজ) মাঝখান থেকে প্রায় ৪ফুট জায়গার স্লাব ভেঙ্গে পড়ে ৷ বিপদ সংকেত হিসেবে স্থানীয়রা সেতুর ভাঙ্গা জায়গার দুই পাশে গাছের ডাল ও লাল নিশানা টানিয়ে দিয়েছেন৷ সেতুর স্লাব ভেঙ্গে যাওয়ায় মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে ৷
এলাকাবাসি প্রতিনিধিকে জানায়, এর আগে গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে ওই সেতুর মাঝখানে ৩ ফুট জায়গা স্লাব ভেঙ্গে নিচে পড়ে যায় ৷ পরে কোন রকম দায়সারা মেরামত করা হয় ৷ ১ মাসের মাথায় আবার সেতুটি স্লাব ভেঙ্গে পড়েছে ৷ প্রকৌশলী দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা দরকার৷ না হলে যে কোন সময় সেতুটি ভেঙ্গে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে ৷ সেতুটি প্রায় ৪০ বছর আগে তৈরী করা হয়েছে ৷
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ আমাদের প্রতিনিধিকে জানান, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ৷ অপলোড :২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭. ১৪ মিঃ