শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে : শামসুজ্জামান দুদু
নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে : শামসুজ্জামান দুদু
মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ কাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে সরকার উত্খাতের রাজনীতি বিশ্বাস করে না৷ সকল দলের অংশ গ্রহণে মাধ্যমে, জনগণের ভোটে ও নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে বিদায় করতে চাই৷১২ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি খাগড়াছড়ি জেলা বিএনপি’র আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সাংগঠনিক সভায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ হারুন৷
সভায় জেলার ১৩টি ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
এর আগে সকাল ১০টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বিএনপি’র সাংগঠনিক সভার স্থানে হামলা চালিয়ে গেইট ভাংচুর করে৷
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ৷ এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বিএনপ ‘র নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে ৷ এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়৷
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এ ঘটনার জন্য আওয়ামী লীগ থেকে বিতাড়িত অংশকে দায়ী করে বলেন, তারা বিএনপি’র সভা ভাঙচুর করার জন্য ১১ নভেম্বর শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে বোমাবাজি করেছে ৷ ১২ নভেম্বর শনিবার সকালে বিএনপি’র অফিসে হামলা চালিয়ে ভাংচুরসহ ১০ নেতাকর্মীকে আহত করেছে ৷