রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে নভেম্বর মাসেই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে
রাঙামাটিতে নভেম্বর মাসেই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে
ষ্টাফ রিপোর্টার :: জেলার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ তিনি বলেন, এ জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের মাসিক ও সমন্বয় সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের সুপরামর্শ ও মতামত প্রদান করতে হবে৷ সবার সহযোগিতা ও সঠিক পরামর্শের মাধ্যমে আমাদের এ জেলায় বসবারত মানুষের সামগ্রীক কল্যান বয়ে আনতে হবে ৷
২৫অক্টোবর ২০১৫ইং রবিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অক্টোবর মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর আজম ছিদ্দিকী, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উলল্লাহ, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন৷
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গা পুজোয় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটগন সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন৷ তিনি বলেন, জেলার মেডিকেল কলেজের ন্যয় আগামী মাসেই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজ শুরু হবে৷ এছাড়া জেলার বিদ্যুৎ এর লোড শেডিং এড়াতে খুব শীর্ঘই শহরে একটি বিদ্যুৎ সাবষ্টেশন স্থাপনের কাজ শুরু হবে৷
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সম্প্রতি দুর্গোত্সবে ঘন ঘন বিদ্যুৎ এর লোড শেডিংএর পরও পুলিশ বিভাগ জনগনের নিরাপত্তায় সব সময় নিয়োজিত ছিল৷ এর ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন শৃংখলার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি৷
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসনে রুবেল জানান, শহরের বিভিন্ন জায়গায় পানির লাইন লিকেজ হওয়ায় রাস্তাঘাঠ ও আশেপাশের ঘরবাড়ীর ক্ষয়-ক্ষতি হচ্ছে ও রাস্তার যে সমস্থ স্থানে স্পিড ব্রেকার রয়েছে সেখানে জেব্রা ক্রসিং প্রদানের জন্য সংশিস্নষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান৷
আপলোড : ২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.০৪ মিঃ