রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হওয়ায় রাঙামাটিতে গণসংবর্ধনা
আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হওয়ায় রাঙামাটিতে গণসংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মনোনীত করায় রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এর উদ্যোগে এক গণ সংবর্ধনা আয়োজন করা হয় ৷
১৩ নভেম্বর রবিবার সকালে রাঙামাটি জিমন্যাসিয়াম প্রাঙ্গনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সফল নেতা দীপংকর তালুকদার গণ সংবর্ধনা গ্রহন করেন৷
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি ৷
সকালে দীপংকর তালুকদার রাঙামাটি এসে পৌঁছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ এর আগে দীপংকর তালুকদারকে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাউখালী উপজেলার রাবার বাগান হতে পুরো শহরে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে সংবর্ধনা জানায়৷
সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদার পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করার আহবান জানিয়ে বলেন, এখন থেকে পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ এজন্য সর্বদা নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করতে হবে৷ তিনি বলেন, আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসি ৷ এই বিশ্বাসকে যারা ভঙ্গ করতে চাই তারা কখনোই আওয়ামীলীগের একজন প্রকৃত নেতা হতে পারেনা ৷
তিনি বলেন, সকল নেতাকর্মীদের ঐক্য থেকে আগামী জাতীয় নির্বাচনে অস্ত্রধারীদের প্রতিরোধ করে ভোট ডাকাতি রুখে দেয়া গেলে, রাঙামাটির নৌকার বিজয় পুরুদ্ধার করা সম্ভব ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দীপংকর তালুকদার এসময় বলেন, যে কোন এমপি মন্ত্রী পদের চেয়েও এই পদ আমার কাছে অনেক বেশী সম্মানের৷
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আপামর জনগণের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে৷
তিনি আরো বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমের রাঙামাটি পার্বত্য জেলার মানুষের উন্নয়নে তার বক্তব্য প্রকাশ করবেন ৷
এসময় রাঙামাটি জেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগসহ আওয়ামী মুক্তিযোদ্ধালীগের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন৷
গণ সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।