রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে অভিযুক্ত তিন স্বর্ণ ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ
চট্টগ্রামে অভিযুক্ত তিন স্বর্ণ ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ
চট্টগ্রাম প্রতনিধি :: বহুল আলোচিত চোরাচালানের ঘটনায় অভিযুক্ত তিন স্বর্ণ ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। তিন স্বর্ণ ব্যবসায়ী হল, নারায়ণ কর্মকার (৫০), দুলাল কর্মকার (৪০) ও পরিতোষ দে (২৮)।
রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহেনূর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬৫টি স্বর্ণ বারসহ দুলাল কর্মকার ও পরিতোষ দে ১৪ জানুয়ারি রাতে নগরীর সিনেমা প্যালেস এলাকায় কোতয়ালি থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাদের বহনকারী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছিল।চোরাচালানের মাধ্যমে দেশে স্বর্ণ আনার অপরাধে দুলাল এবং পরিতোষের সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ কর্মকারকেও আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী বলেন, তিন স্বর্ণ ব্যবসায়ী ১৮ মে সিএমএম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। অভিযোগপত্র দাখিলের পর মামলাটি এ মাসে বিচারের জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ আদালতে এসেছে। নির্ধারিত শুনানির দিনে তিন আসামি আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আপলোড : ২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৯ মিঃ