রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা অস্ত্রসহ ৬জন আটক (ভিডিওসহ)
খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা অস্ত্রসহ ৬জন আটক (ভিডিওসহ)
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে পেরাছড়া এলাকায় পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্ট (ইউপিডিএফ)’র গোপন আস্থানায় অভিযান চালিয়ে শীর্ষনেতা উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জনকে আটক করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর রবিবার বেলা ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
এসময় তাদের আস্তানা থেকে টুটুবোর রাইফেল, ১টি পিস্তল, ১টি দেশীয় বন্দুক, ১টি পাইপগানসহ বিপুল পরিমাণ সামরিক পোষাক, ধারালো অস্ত্রশস্ত্র, সাংগঠনিক ও দেশ বিরোধী কাগজপত্র উদ্ধার করা হয়।
আটকৃতরা সমার্পন চাকমা (৪৫), রুপম চাকমা (৩৯), বাবুল মারমা (১৮), রনি ত্রিপুরা ও সন্ধিপন চাকমা (১৭)। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলা সদরের পেরাছড়া হতে আনুমানিক ১ কিলোমিটার ভিতরে গভীর জঙ্গলে একদল সশস্ত্র লোক গোপন আস্তানায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহলদল অভিযান চালিয়ে ইউপিডিএফ এর শীর্ষনেতা উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জনকে আটক করা হয়েছে।
ওসি আরো বলেন উজ্জল স্মৃতি চাকমা ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সমন্বয়কারির দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। আস্তানা হতে কয়েকটি দেশি তৈরী ধারালো অস্ত্র, সামরিক পোষাক, সাংগঠনিক ও দেশ বিরোধী কাগজপত্র উদ্বার করা হয়।
এদিকে ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমা স্বাক্ষরিত অনলাইন মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমাসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, অন্যায় ভাবে ধরপাকড় ও আন্দোলন দমনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
অন্যথায় পার্বত্য চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে সরকারকে হুঁশিয়ারী দেয় পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠনটি।
ভিডিও টি দেখতে ক্লিক করুন ।