রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আইন-শৃংঙ্খলা বিষয়ক সভা
বিশ্বনাথে আইন-শৃংঙ্খলা বিষয়ক সভা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে থানা কমপাউন্ডে আইন-শৃংঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে৷
১৩ নভেম্বর রবিবার বিকেলে সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘সাম্প্রদায়িকতা, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-ইভটিজিং বিরোধী, ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং’ বিষয়ক ব্যাপক আলোচনা করা হয়৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, কোন ধরনের অপরাধের সাথে বিশ্বনাথ থানা পুলিশ আপোষ করবে না৷ সমাজ থেকে অপরাধ দূর করতে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা প্রয়োজন৷ অপরাধ দমনে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করা হলে তথ্য প্রদান কারীর পরিচয় পুলিশ গোপন রাখবে৷
থানা পুলিশের এসআই হাবিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিমল চন্দ্র দাশ, উপজেলা বিআরডি চেয়ারম্যান মহব্বত আলী, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিক মিয়া, আবদুল জলিল হিরণ মিয়া, লাকী বেগম, ইউপি মেম্বার ফজর আলী, ইউনুছ আলী, শামীম আহমদ, আবদুল মুমিন মামুন, জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, হেলাল মিয়া, আছিয়া বেগম, করিমা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সাইদুল ইসলাম৷
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা আলা উদ্দিন, শ্রমিক নেতা রহিম আলী, রহমত আলী ভরসা, যুবলীগ নেতা সুহেল আহমদ তালুকদার, দুলাল মিয়া, আমির আলী, সেচ্ছাসেবক লীগ নেতা শাহিন আহমদ ও ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ৷