রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল নগর ভবনে মেয়র কামলকে অবরুদ্ধ করে বেতনের দাবীতে কর্মচারীদের বিক্ষোভ
বরিশাল নগর ভবনে মেয়র কামলকে অবরুদ্ধ করে বেতনের দাবীতে কর্মচারীদের বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি ::(২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) কর্মচারীরা বেতন কমানোর প্রতিবাদে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামালকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে। ১৩ নভেম্বর রবিবার বেলা ১২টার দিকে বিসিসি’র মেয়রের কক্ষের সামনে তারা বিক্ষোভ করে।
পরে কাউন্সিলররা আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এসময় মেয়র আহসান হাবিব কামাল তার কক্ষে ছিলেন বলে বিক্ষোভকারীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।
সিএইচটি মিডিয়া প্রতিনিধির কাছে কর্মচারীরা অভিযোগ করে বলেন, বিসিসিতে মাস্টার রোলে (অস্থায়ী ভাবে) প্রায় ২শ কর্মচারী কর্মরত রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের ৩৬টি সাপ্লাই পানির পাম্পসহ নগর ভবনে তারা কর্মরত রয়েছেন। সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সময় তাদের দৈনিক তাদের ১৫০টাকা মাসিক ৪ হাজার ৫শ টাকা করে মজুরী প্রদান করা হতো। পরে তা বাড়িয়ে সরকার কতৃক নির্ধারিত দৈনিক ৫শ টাকা যার মাসিক ১৫ হাজার টাকা মজুরী র্নিধারণ করা হয়।
মেয়র আহসান হাবিব কামাল জনবল বেশী দেখিয়ে দৈনিক ২৫০ টাকা নির্ধারণ করে। যার মাসিক বেতন দাড়ায় ৭ হাজার ৫শ টাকা। এ বেতন হারে ২ মাস তাদের বেতনও প্রদান করা হয়েছে। কিন্তু ১৩ নভেম্বর রবিবার সকালে অফিসে এসে শোনা
যায় এখন থেকে সেই ৭ হাজার ৫শ টাকা থেকে ২ হাজার টাকা করে কেটে নেয়া হবে।
এ বিষয়ে কর্মচারী আফরোজা বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সরকার তাদের একটি নিদিষ্ট বেতন র্নিধারন করে দিয়েছে। কিন্তু সেই মোতাবেক তাদের বেতন দেয়া হচ্ছে না। যাও আবার বেতন দিচ্ছে সেখান থেকে ২ হাজার টাকা কমানো হচ্ছে। এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। বিসিসির পাম্প অপারেটর মো. হিরন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তারা ৮ বছর মাস্টার রোলে চাকুরী করছেন। তাদের ঈদে ও পূজোয় কোন ছুটি দেয়া হয় না। তারপরও তারা ন্যয্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছেন।
আরেক কর্মচারী সেন্টু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, বেতন কমানোর প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। এ বিষয় বিবেচনা করা হবে বলে মেয়রের রুম থেকে বের হয়ে কাউন্সিলর আক্তারুজ্জামান হিরু ও কেএম শহিদুল্লাহসহ বেশ কয়েকজন আশ্বাস প্রদান করেছেন।
এব্যাপারে বিসিসির পানি শাখার নিবার্হী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপণের কাছে সিএইচটি মিডিয়া প্রতিনিধি জানতে চাইলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দেন।