মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রশাসন জনপ্রতিনিধি এনজিও সবাই জনগণকে তথ্য দিতে বাধ্য: অধ্যাপক ড. গোলাম রহমান
প্রশাসন জনপ্রতিনিধি এনজিও সবাই জনগণকে তথ্য দিতে বাধ্য: অধ্যাপক ড. গোলাম রহমান
ফরিদপুর(পাবনা) প্রতিনিধি :: সোমবার ১৪ নভেম্বর ফরিদপুর উপজেলা মিলনায়তনে তথ্য অধিকার আইনে জন অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও সবাই জনগণকে তথ্য দিতে বাধ্য৷ তিনি বলেন, প্রশাসনকে জবাবদিহিতামূলক হতে হবে, উন্মুক্ত হতে হবে এবং দুর্নীতি কমাতে হবে৷ প্রশাসনে যে কাজ হচ্ছে তা জনগণকে অবহিত করতে হবে৷ প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যাওয়াই তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য৷ এনজিওগুলোও জনগণকে তথ্য দিয়ে হবে৷ কখন কি কাজ হচ্ছে তা বোর্ডে টাঙ্গিয়ে দিবেন৷ ড. গোলাম রহমান বলেন, আপনারা লিখিতভাবে তথ্য চাবেন৷ তথ্য না দিলে উপজেলা/জেলা কর্মকর্তাকে লিখিতভাবে জানাবেন৷ তিনি কাজ না করলে আমাদের কাছে লিখবেন৷ আমরা ব্যবস্থা নেব৷ ভুল তথ্য দিলে আপিল করা যাবে৷ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, সমবায় অফিসার মাসুদ রানা, ডেমরা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান, বনওয়ারীনগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, বনওয়ারীনগর মডেল সরকরি প্র: বি: প্রধান শিক্ষক আব্দুর রব,বনওয়ারীনগর সিবিপি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকার সিদ্দিকী, পুংগলী বিএম কলেজের সভাপতি তসলিমা করিম প্রমুখ৷ উপস্থিত ছিলেন ভাইচ চেয়ারম্যান সাপিনুর ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, উপজেলা শিৰা অফিসার আপেল মাহমুদ, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুর রউফসহ শিক্ষক, কর্মকর্তা,রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন৷