মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে নবান্ন উত্সব উত্যাপন
রাঙামাটিতে নবান্ন উত্সব উত্যাপন
সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) “এসো মিলি সবে নবান্নের উত্সবে” শ্লোগান নিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে উত্সবমুখর পরিবেশে নবান্ন উত্সব উত্যাপন করা হয়েছে৷
এ উপলক্ষে ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গন হতে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উত্সবের আয়োজন করা হয়৷
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের নেতৃত্বে র্যালীতে রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন৷
র্যালী শেষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে সংৰিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি৷
প্রধান অথিতি এসময় রাঙামাটি জেলা বাসীকে নবান্নের শুভেচ্ছা জানান৷
আলোচনা শেষে জেলা প্রশাসন প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ নবান্ন উত্সবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মজিবুল হক বুলবুল৷
নবান্ন উত্সব ঘিরে রাঙামাটি শহরের বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগত উদ্যোগে অংশ নেয় পিঠা উত্সবে৷
রাঙামাটি জেলা প্রশাসনের প্রাঙ্গনে বসে নানান ধরনের বাহারী পিঠার ষ্টল৷
নবান্নে মাতোয়ারা রাঙামাটি জেলার মিশ্র সংস্কৃতির মানুষ এক কাতারে দাড়িয়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গিকারকে স্বাগত জানিয়েছেন একই সুরে৷