মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » হাসপাতালের কর্মচারীকে দালালদের মারধর
হাসপাতালের কর্মচারীকে দালালদের মারধর
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এক কর্মচারী দালালদের মারধরের শিকার হয়েছেন৷
১৪ নভেম্বর সোমবার হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী শহীদুল ইসলাম এ হামলার শিকার হন৷ তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে৷
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. প্রণয় ভূষণ দাস আহত শহীদুলের বরাত দিয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে ঢুকে কয়েকজন যুবক আগে ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে রোগীদের টিকিট টানাটানি শুরু করে৷
এসময় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চতুর্থ শ্রেণির কর্মচারী শহীদুল ইসলাম তাদের ওই কাজে বাধা দিলে তারা শহীদুলের উপর চড়াও হয় এবং কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারে৷
পরে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানান ডা. প্রণয়৷
শহীদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ফুসলিয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে নিতে ওই দালালরা কাজ করছে৷
সোমবারও তাদের কয়েকজন রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় আমার উপর চড়াও হয় এবং মারধর করে৷
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. কমর উদ্দিন এ হামলার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷