মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাঙলাদেশ সময় রাত ১০.৩০মি.) গাজীপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (৩২) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ৷
১৫ নভেম্বর মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়৷
তিনি গাজীপুর জেলা শহরের কাজী আজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক৷ তার স্বামী মফিজউদ্দিন শ্রীপুরের গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷
আফসানা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার দরগারপাড়া এলাকার মো. খলিলুর রহমানের মেয়ে৷
জয়দেবপুর থানার এসআই মো. আতিকুর রহমান ও স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী’র হাক্কানী হাউজিং সোসাইটি এলাকায় আসাদুজ্জামান খান বাবলুর বড় বোনের বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে দু’ছাত্রীকে নিয়ে প্রায় দু’বছর যাবত ভাড়া থাকতেন কলেজ শিক্ষিকা আফসানা আক্তার৷ প্রায় তিন বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিনকে (৫৫) ভালোবেসে গোপনে বিয়ে করেন তিনি৷
মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর এলাকার মৃত রইজ উদ্দিনের ছেলে৷ এটি তার দ্বিতীয় বিয়ে ছিলো৷ গত ৮ মে মফিজ উদ্দিন ওই বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন৷ এদিকে সোমবার রাতের খাবার খেয়ে আফসানা ঘুমিয়ে পড়েন৷ এসময় তার স্বামী প্রথম স্ত্রীর ইসলামপুরের বাড়িতে ছিলেন৷ মঙ্গলবার সকালে আফসানার সাথে থাকা দু’শিক্ষার্থী ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে৷ এসময় প্রভাষক আফসানার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করেন এবং মোবাইলে ফোন করে৷
কিন্তু আফসানার কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা কলেজে চলে যায়৷ এরপর তারা দুপুরে কলেজ থেকে ফিরে এসেও দরজা বন্ধ দেখতে পেয়ে আবারো আফসানাকে ডাকাডাকি করে৷ অবশেষে প্রতিবেশীরা এগিয়ে এলেও দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়৷ বিকেলে এ সংবাদ পেয়ে আফসানার স্বামী ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে৷ এসময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আফসানার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ৷
জয়দেবপুর থানার এসআই মো. আতিকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ এঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এটি হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি৷
কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌণে ৯টায় একাদশ শ্রেণীতে আফসানার ক্লাশ নেয়ার কথা ছিল৷ কিন্তু তিনি এদিন কলেজে অনুপস্থিত ছিলেন৷
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙ্গে ঘরের ভিতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে কলেজ শিক্ষক আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে৷ তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নিহতের গলায় ফাঁসির কালো দাগ রয়েছে৷ ধারনা করা হচ্ছে, মানসিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন৷