বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট
সিলেট প্রতিনিধি :: (৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আসতে এখনো প্রায় সপ্তাহখানেক বাকি। কিন্তু ইতিমাধ্যে প্রস্তুতি শুরু হয়েগেছে প্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রীকে বরণের। ব্যানারে তোরণে হাসিনা বরণে রিতিমতো প্রস্তুত সিলেট। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। ২৩ নভেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী। জালালাবাদ সেনানিবাসে একটি অনুষ্ঠান শেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তিনি ভাষণ দিবেন। এক বছরের মধ্যে এটা হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সিলেট সফর। গত ২১ জানুয়ারী তিনি সিলেট সফরে এসে আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন। সেই একই স্থানে এবারও তিনি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সরকারি দলের সিলেট অঞ্চলের নেতা কর্মীরা মাঠে সক্রিয়। প্রায় প্রতিদিন নগরীর আনাচে কানাচে মাইক দিয়ে চালাচ্ছেন প্রচারণা। উৎসাহি নেতা কর্মীরা ইতিমধ্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের ছবির সাথে নিজের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন টানাতে শুরু করেছেন। সেগুলো শোভা পাচ্ছে নগরীর বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ মোড় এবং রাজপথের আশপাশে।
প্রধানমন্ত্রীর যে কোন বার সিলেট সফরের সময় তোরণ নির্মানের ধুম পড়ে যায় । এবারও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে চৌহাট্টা পয়েন্টে কয়েকটি দৃষ্টিনন্দন তোরণ সকলের নজর কাড়ছে। দুএকদিনের মধ্যে তোরণের সংখ্যা বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকর্মী। তাদরে মতে প্রধানমন্ত্রী সিলেট সফর করলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে অনেকগুলো তোরণ নির্মান করেন। গত জানুয়ারীর সফরেতো শতাধিক তোরণ নির্মিত হয়েছিল। এবার সে সংখ্যাটি ছাড়িয়ে যেতে পারে। জিন্দাবাজার, জলারপার, লামাবাজার, তালতলা, রিকাবিবাজার, মিরের ময়দান, আম্বরখানা, বন্দরবাজার, সুবহানীঘাট, শাহজালাল ব্রিজ, কিনব্রিজ, কাজিরবাজার ব্রিজের দুইদিকেই প্রচুর ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে।
২৩ নভেম্বর বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রচারনা শুরু করছেন বলে নেতাকর্মীদের মাধ্যে উৎসাহ উদ্দীপনায় নতুনমাত্রা যুক্ত হয়েছে।