শুক্রবার ● ১৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার বৃত্তি পরীক্ষা সম্পন্ন
বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার বৃত্তি পরীক্ষা সম্পন্ন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২২ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় দুই সেশনে পরীক্ষা নেয়া হয়। এবছর পরীক্ষায় উপজেলার ১৩৬টি শিক্ষা প্রতিষ্টানে (স্কুল-মাদ্রাসা, ৪র্থ-৬ষ্ট) শ্রেণীর ৯০৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় মহা সচিব মাওলানা আবুল কালাম মোহাম্মদ মনোত্তর আলী, সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, সংস্থার প্রতিষ্টাতা সদস্য মাওলানা আবুল বশর মো. ফারুক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আহমদ আলী হেলালী, বিশ্বনাথ প্রেসক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ শাখার সভাপতি মাওলানা আক্তার আলী, সংস্থার সাবেক সভাপতি কবি আলতাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান লিটু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম বেগ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি মুহাম্মদ আবুল কাসেম, সম্পাদক হাফিজ মঈনুল ইসলাম, সংগঠক আলতাফুর রহমান, শফিক আহমদ পিয়ার, সাবেক সম্পাদক আহসান মাহমুদ শিপন, শিপন আহমদ ও ফটো সাংবাদিক সফিকুল শফিক ইসলাম শফিক।
সকলের সহযোগিতায় বৃত্তি পরীক্ষা সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার সভাপতি ও পরীক্ষার নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান ও সংস্থার সাধারণ সম্পাদক এবং পরীক্ষার সচিব আজিজুর রহমান।