শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য রাঙামাটিবাসীর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পার্বত্য রাঙামাটিবাসীর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ষ্টাফ রিপোর্টার :: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.২০মি.) রাঙামাটি পার্বত্য জেলাবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ নভেম্বর শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি পার্বত্য জেলাবাসীর সাথে ভিডিও কনফারেন্স করেন ।
সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকদ্রব্য বিরোধী এবং সরকারের নানা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলার তৃনমুল পর্যায়ের সাথে নানা উন্নয়নমুখী কার্যক্রমের লক্ষ্যে তিনি এ ভিডিও কনফারেন্স করেন।
রাঙামাটি জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় রাঙামাটি শহরে একসাথে ৫টি স্থানে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর প্রধান কার্যালয় প্রাঙ্গন (রিজার্ভ বাজার), রাঙামাটি পাবলিক কলেজ প্রাঙ্গন (তবলছড়ি), কুমার সমিত রায় জিমনেসিয়াম (রাঙামাটি ষ্টেডিয়াম), রাঙামাটি জেলা প্রশাসন প্রাঙ্গন ও মোনঘর আবাসিক উচ্চবিদ্যালয় মাঠ (রাঙ্গাপানি)’তে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে কিছু সংখ্যাক সংগঠন র্যালী সহকারে অংশ গ্রহন করে রাঙামাটিবাসী নিজ নিজ মতামত প্রদান করেন।
জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকদ্রব্য বিরোধী এবং সরকারের নানা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলার তৃনমুল পর্যায়ের সাথে নানা উন্নয়নমুখী কার্যক্রমের বিষয়ে ভিডিও কনফারেন্সে রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, ধর্মীয় গুরু ,শিক্ষক, নারী নেত্রী, বেরকারী উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্র্মী, ছাত্রছাত্রীসহ জেলার আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি পার্বত্য জেলাবাসীর সাথে ভিডিও কনফারেন্সে রাঙামাটি জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় রাঙামাটি শহরে একসাথে ৫টি স্থানে এ ভিডিও কনফারেন্সর মুল অনুষ্ঠানটি বসেছিলো শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয় প্রাঙ্গনে।
এসময় রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) নেতা ঊষাতন তালুকদার, ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য (সংরক্ষিত) রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও কেন্দ্রীয় নেতা দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতাব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি পার্বত্য জেলাবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলা অনুষ্ঠানে রাঙামাটি জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সংস্থা ও প্রতিষ্ঠান প্রধানকে আমন্ত্রণ না করায় রাঙামাটি জেলা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এবিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহন না করায় তার কোন মতামত পাওয়া যায়নি।