শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীবাসীর সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
কাউখালীবাসীর সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.১০মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের অংশগ্রহনে ১৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় সন্ত্রাস,জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সিং কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যন মংসুইউ চৌধুরী, কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা,কাউখালি উপজেলা আওয়ামীলীগ শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা, চা বোর্ড সমিতির সাধারন সম্পাদক মো. বশির মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগন, চেয়ারম্যান মেম্বার,স্ থানীয় গন্যমান্য রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গনমাধ্যম কর্মী সহ এলাকার বিভিন্ন পেশাজিবীর সাধারন লোকজন।
পাশা পাশি একই দিনে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নের ৩টি ইউনিয়নে ইউনিয়নের পরিষদ ভবনে এবং বেসরকারী উন্নয়ন মুলুক সংস্থা ইপসা কলমপতি নাইল্যাছড়ি বোর্ড অফিস মাঠে প্রধান মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের আয়োজন করেন। সেখানে এলাকার শত শত নারী পুরুষ গন্যমান্য ব্যাক্তি রাজনৈতিক ব্যাক্তি ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স উপভোগ করেন।