শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেতাগীর অসচ্ছল ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারী ঢেউ টিন ও অর্থ বিতরণ
বেতাগীর অসচ্ছল ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারী ঢেউ টিন ও অর্থ বিতরণ
মুতাসিম বিল্লা, বেতাগী প্রতিনিধি :: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মি.) “টাহা ও টিন পাইছি হেইতেই খুশী” এমনই আনন্দের অভিব্যক্তি বেতাগী উপজেলার আর্থিক অসচ্ছল, বিধবা নারী, অগ্নিকাণ্ড, ঘূর্নিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ সালেহা বেগম, আলম তাজ, কানন বালা, তাছলিমা বেগম, পূর্ণ লক্ষী ও রমনী রানীর মাঝে।
২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সরকারি সহায়তা হিসেবে ১২৭ বান ঢেউ টিন ও গৃহ নির্মানে ৩ লাখ
৮১ হাজার টাকা ১৯ নভেম্বর শনিবার বেলা ১১ টায় অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১২৭ বান টিন ও গৃহ নির্মানে ৩ লাখ ৮১ হাজার টাকা বিতরন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি মেয়র এবিএম গোলাম কবির।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি
চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শুধু এরাই নয়, এখানে আরো অনেক অসহায় মানুষ রয়েছে।
তারা চরম অসহায়েত্বের মধ্যে দিনাতিপাত করছে। তাদের পাশেও সরকারের এগিয়ে আসা প্রয়োজন।