শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মাটিরাঙ্গায় বিজিবি’র গাড়ী চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু
মাটিরাঙ্গায় বিজিবি’র গাড়ী চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৭মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির গাড়ি চাপায় ফাহিমা বেগম (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। ১৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আযোধ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের স্ত্রী। নিহত ফাহিমা বেগম দুই কন্যা সন্তানের জননী।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম সকাল সাড়ে ৯ টার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি থ্রীটন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ীর সামনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল চালকও গুরতর আহত হয়।
এদিকে দুর্ঘটনায় স্কুল শিক্ষক ফাহিমা বেগমের মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ সহ নিহতের সহকর্মীরা।এসময় নিহতের পরিবারের সদস্যসহ স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে।