শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ট্রলিগাড়ি-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ : নিহত ১ আহত ৪
খাগড়াছড়িতে ট্রলিগাড়ি-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ : নিহত ১ আহত ৪
মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি:: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৭মি.) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ট্রলিগাড়ি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
নিহতের নাম শ্যামলিকা চাকমা (৩৫)। নিহত ব্যক্তি দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ণ রঞ্জন কার্বারি বৈদ্য পাড়া এলাকার কনক রঞ্জন চাকমার স্ত্রী বলে জানা গেছে।
আহতরা হচ্ছে, নারিকেল বাগান এলাকার মুধাংশু সেন চাকমার ছেলে অর্পন সেন চাকমা (৩৩), বাবুছড়া বাজারের জেবল হোসেনের ছেলে আবুল মনসুর (৪০), বাবুছড়া বাজারের কালাচিত্তি চাকমার স্ত্রী মল্লিকা চাকমা (৪০), চট্রগ্রাম জেলার উত্তর (সাবেক) রাঙ্গুনিয়া এলাকার ননী গোপাল দে এর ছেলে রুপন দে (৩৪) বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর শনিবার দুপুর ২টায় উপজেলার বাবুপাড়া সূর্য্যের হাসি ক্লিনিকের সামনে ট্রলিগাড়ি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ১জন মারা যায় ও ৪ জন আহত হয়।
দীঘিনালা থানার এস আই জয়নাল আবেদীন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, দুপুর ২টায় উপজেলার বাবুপাড়া সূর্য্যের হাসি ক্লিনিকের সামনে একটি ট্রলিগাড়ি ডান পাশে গিয়ে অটোরিক্সাকে চাপা দেয়। এতে ১জন নিহত ও ৪জন আহত হয়।
ঘটনার পর থেকে ট্রলিটির ড্রাইভার পলাতক রয়েছে। ট্রলিগাড়ি থানায় জব্দ করা হয়েছে। আমরা ঘাতক ড্রাইভারকে আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি