রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি গাড়ির চাপায় নিহত স্কুল শিক্ষিকা ফাহিমার দাফন সম্পন্ন
বিজিবি গাড়ির চাপায় নিহত স্কুল শিক্ষিকা ফাহিমার দাফন সম্পন্ন
মাটিরাঙ্গা প্রতিনিধ :: (৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৩২মি.) শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে মাটিরাঙ্গায় বিজিবি‘র গাড়ি চাপায় নিহত অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস ফাহিমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা ও বেলছড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সন্ধ্যা সাতটার দিকে বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
নিহতের জানাজার নামাজে হাজারো শোকার্ত মানুষের পাশাপাশি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, ৪০ বিজিবি‘র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: এনামুল হক, নিহতের বড় ভাই এ্যাড. মো: আবুল হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রহমত উল্যাহ, বর্তমান চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামালসহ নির্বাচিত জনপতিনিধি ও শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে নিহতের শান্তিপুরের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মাটিরাঙ্গা উপজেলা মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-কেইউজে‘র সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি ডিবেটিং ফোরামের সভাপতি সাংবাদিক মো: দুলাল হোসেনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। তারা নিহতের স্বামী মো: রফিকুল ইসলামকে ধৈর্য্য ধারনের পরামর্শ দিয়ে মরহুমা’র রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় নিহতের বাড়িতে স্বজন ও শোকার্ত মানুষের ঢল নামে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কর্মস্থল অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে অযোধ্য-বেলছড়ি সড়কের ধর্মরামবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি গাড়ির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্কুল শিক্ষিকা মিসেস ফাহিমা বেগম।