রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শান্তি সম্প্রীতি উন্নয়নে আলীকদমে মুরুং সম্মেলন
শান্তি সম্প্রীতি উন্নয়নে আলীকদমে মুরুং সম্মেলন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫মি.) শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে মুরুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সকালে আলীকদম মুরুং কল্যান সংসদের আয়োজনে এবং ১৮ ইষ্ট বেঙ্গল এর সার্বিত তত্ত্বাবধানে আলীকদম সেনা জোনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বেলা এগারটায় আলীকদম মুরুং কমপ্লেক্স হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে আলীকদম উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সম্মেলন স্থলে এসে শেষ হয়।
১৮ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল সারওয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ৬৯ পদাতিক ব্রিগেড এর অধিনায়ক ও বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি। এছাড়াও পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, চিংইয়ং ম্রো, ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, চাথুইপ্রু মার্মা হেডম্যান, খামলাই ম্রো মেম্বার ও চংতাই ম্রো বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।